আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাট শিল্পের প্রধান পৃষ্টপোষক শেখ হাসিনা : বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

বাংলাদেশের পাট শিল্পের বিকাশে প্রধান পৃষ্টপোষক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি জনান পাট জাত পন্য রপ্তানি আয়ে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থান অর্জন করে।

বুধবার (৬ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু আর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘জাতীয় পাট দিবস-২০১৯’ উপলক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। এরপর তিনি দুই দিনব্যাপী বহুমুখী পাটপণ্যের মেলা উদ্বোধন ঘোষণা করেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, পাট খাত কে এগিয়ে নিতে ব্যবসায়ী উদ্যোক্তা এবং চাষীদের নিয়মিত উ’সাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় পাট খাত পুনজাগরণ হয়েছে। বহি:বিশ্বে পাটের বাজার সম্প্রসারণ হচ্ছে।

তিনি বলেন, পাট এমন একটি উদ্ভিদ যার পাতা দিয়ে চা তৈরী হচ্ছে।

পলিথিনের বিকল্প হিসেবে আমরা পাটের তৈরী সোনালী ব্যাগ তৈরী করছি। পাট হতে কম্পোজিট টেক্সটাইল,পাট হতে বিসকস তৈরী হচ্ছে। পুরানো মিল সমূহ বিএমএ করণের নানা উদ্যোগ আমরা হাতে নিয়েছে। পাট নীতি ২০১৭ ও ২০১৮ প্রণীত হয়েছে।

তিনি বলেন, পাট বাঁচাতে হলে সবাই কে পাট নিয়ে গবেষণা করতে হবে। পাট কে ভালোবাসতে হবে। পাটের সোনালী ইতিহাস রয়েছে। আমরা পাট কে নিয়ে ১৯৭১ সালে যুদ্ধ করেছি। বঙ্গবন্ধু পাট কে নিয়ে স্বপ্ন দেখেছেন।

মন্ত্রী বলেন, সামরিক শাসক জিয়া এরশাদ খালেদা বঙ্গবন্ধু কে হত্যার পর পাট শিল্পকে ধ্বংস করে দিয়েছে। ২০০২ সালে বিএনপি আদমজী জুট মিল বন্ধ করে দিয়েছিলো। শেখ হাসিনা পাট কে ভালোবাসেন বলে আজ পাট শিল্প টিকে আছে।

তিনি বলেন, সারা বিশ্ব আজ প্লাস্টিক বর্জন করছে। পাট জত পন্য বাড়াতে হবে। প্লাস্টিক বর্জনের সময় আমাদের কে এগিয়ে যেতে হবে।

মন্ত্রী বলেন , ডাইভার সিটির মাধ্যমে ২৮০টি পন্য উ’পাদন হচ্ছে। এ পণ্য বাজারে ব্যাপক চাহিদা রয়েছে।যার ৮০ ভাগ পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে।

তিনি বলেন, সারা দেশে পাটের মেলার আয়োজন করতে পারলে দেশে পাট শিল্পের বিপ্লব ঘটবে। আগে নিজেদের কে পাটজাত পন্য ব্যবহার করতে হবে। পাট সুতার বিকল্প হিসেবে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাম দস্তগীর গাজী কে পাট শিল্পের উপর গবেষণা করার নির্দেশ দিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, মন্ত্রি পরিষদের সদস্য বৃন্দ সংসদ সদস্য স্পিকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা বৃন্দ । এছাড়া উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, অতিরিক্ত সচিব রীনা পারভীন তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী ।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমান।

 

বিস্তারিত আসছে