আজ শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জে বিধি-নিষেধ বাস্তবায়নে মাঠে প্রশাসন

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জে করোনারাভাইরাস প্রতিরোধে কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে প্রশাসন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ২৩টি মোবাইল কোর্ট টিম, বাংলাদেশ সেনাবাহিনীর ৩টি পেট্রোলটিমে প্রায় ৪৬ জন, বিজিবির ২ প্লাটুনে প্রায় ৪০ জন, র‌্যাবের ১টি টিম পেট্রোলিংয়ে, ব্যাটালিয়ন আনসার/সাধারণ আনসার এবং জেলা পুলিশ বিভাগ মাঠে রয়েছে। তারা করোনা প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এছাড়া লকডাউন বাস্তবায়নে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা চেয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার ২৩ জুলাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এসব তথ্য নিশ্চিত করেছে । ২৩ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে কঠোর বিধি নিষেধ ঘোষণা করেছে সরকার।