আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাসিক ৮নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেছেন কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। বৃহস্পতিবার বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার অস্থায়ী কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিয়মিত কর্মসূচি হিসেবে ৮নং ওয়ার্ডে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রতিমাসে একবার করে প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন স্থানে বিশেষ করে যেখানে মশার প্রজনন হয় সেখানে মশক নিধন ঔষধ ছিটানো হয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার ৮নং ওয়ার্ডের দক্ষিনাঞ্চলে ঔষধ দেওয়া হয়।

শনিবার ওয়ার্ডের উত্তরাঞ্চলে ঔষধ দেয়া হবে। ২০টি মেশিন ও ১৬জন কর্মী দিয়ে দুটি ভাগে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনা করা হবে। এসময় তার সাথে অত্র ওয়ার্ডের গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।