নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন নারায়ণগঞ্জের বহুল প্রচারিত দৈনিক সংবাদচর্চার পত্রিকার বার্তা সম্পাদক পদে কর্মরত শাহাদাত হোসেন ভূইয়া ব্যক্তিগত কারণে চাকরী থেকে অব্যাহতি নিয়েছেন। এসময় দৈনিক সংবাদচর্চার সকল সাংবাদিক, স্টাফ, ও অফিস কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে ফুল দিয়ে বিদায় জানানো হয়।
দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মুন্না খান বলেন, দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি। যেহুতু শাহাদাত হোসেন ভূইয়া তার ব্যক্তিগত কারণে আমাদের পত্রিকাকে আর সেবা দিতে পারবে না সেহুতু আমি ওনার উজ্জল ভবিষ্যত ও মঙ্গল কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদচর্চার ব্যবস্থাপনা সম্পাদক খালিদ আল-আমিন ও রবিউল ইসলাম, সাংবাদিক মো: মোমিনুল ইসলাম, সৈয়দ মো: রিফাত, আল আমিন মিন্টু, বিল্লাল হোসেন শুভ, প্রীতম মাহমুদ, অফিস সহকারী মো: রহমত আলী রিপন সহ দৈনিক সংবাদচর্চার পুরো পরিবার।