আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দাউদপুরে রোহিলা স্কুলের নবনির্মিত শ্রেণী কক্ষের উদ্বোধন করলেন বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের রোহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত শ্রেণী কক্ষের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। শুক্রবার  দুপুরে মন্ত্রী এ শ্রেণী কক্ষের উদ্বোধন করেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। ছেলে মেয়েরা এখন বিল্ডিং এর নিচে পড়াশুনা করছে। অতীতের কোন সরকার শিক্ষা খাতে শেখ হাসিনার মত  উন্নয়ন করে নাই।

জানা গেছে রোহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের সমস্যা ছিলো । নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে তা দূর হয়েছে।