আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তারাবতে পরামর্শ সভা

সংবাদচর্চা রিপোর্ট:

তারাবতে ইউনিসেফের সাহায্যে পানি সরবরাহ, স্যানিটেশন স্বাস্থ্য এবং শিক্ষা প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে তারাব সভায় এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী। এসময় উপস্থিত ছিলেন, প্রল্পর পরিচালক এহতেশামুল কাশেম খান,ইউনিসেফের ঢাকা ডিভিশনের ওয়াশ অফিসার মোহাম্মদ ফিরোজ আলম, ওয়াশ স্পেশালিষ্ট মোহাম্মদ শফিকুল আলম,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রশীদ মজুমদার, তারাব পৌরসভার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম,প্রধান নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, সচিব তাজুল ইসলাম প্রমুখ।

সভায় হাছিনা গাজী দ্রুত কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টকর্তৃপক্ষকে অনুরোধ জানান এবং প্রকল্প বাস্তবায়নে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন ।