আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা-সিলেট চারলেন মহাসড়ক বিষয়ে মতবিনিময়

নবকুমার:

ঢাকা-সিলেট চারলেন মহাসড়ক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীতে রাষ্ট্রীয় অথিতি ভবন পদ্মায় সভা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এসময় উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি,  সিলেট ২ আসনের গণফোরামের এমপি মোকাব্বির খান,সিলেট ৩ আসনের এমপি মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস, ইমরান আহমদ এমপি, হাফিজ আহমদ মজুমদার এমপি, উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি  ।

সভায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটেছে। ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনের কাজ শেষ হলে রাস্তায় যানজট থাকবে না। সিলেট বিভাগের মানুষ শান্তিতে চলাফেরা করতে পারবে। রূপগঞ্জে ব্যবসা বাণিজ্যের আরো প্রসার ঘটবে।

সভায় বক্তরা দ্র্রুত ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনের কাজ সম্পন্ন করার দাবি জানান।