আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডাকসুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আড়াইহাজারের রুবাইয়া

সংবাদচর্চা রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আড়াইহাজারের রুবাইয়া আক্তার। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রী সংসদ থেকে বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত সম্মিলিত শিক্ষার্থী সংসদ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে নির্বাচিত হতে যাচ্ছেন।

জানা গেছে  রুবাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্যের ৩য় বর্ষের ৫ম সেমিস্টারের কৃতি শিক্ষার্থী। সদস্য পদে মনোনীত হওয়ার আগে তিনি ফারসি ভাষা ও সাহিত্যে বিভাগ ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। একই সাথে তিনি ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের একজন কর্মী হিসেবে কাজ করেন।