আজ বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জিলানী ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না: মাহাবুব

সংবাদচর্চা রিপোর্ট :

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি এস এম জিলানী ভাই ও তার সহধর্মিণীর উপর আওয়ামী সন্ত্রাসীদের নির্দয় কাপুরোষোচিত হামলা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার এর হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব রহমানের নেতৃত্বে রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব রহমান বলেন, জিলানী ভাইয়ের উপর হামলার তীব্র নিন্দা জানাই। আমরা রাজপথে আছি। জিলানী ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী আরিফ, সজিবসহ অনেকে।