আজ বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চলেই গেলো ক্রিকেটার শরীফের ভাই

জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ শরীফের বড় ভাই মোহাম্মদ জিয়াউর রহমান মারা গেছেন। ইন্নানিল্লাহি….ওয়া রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বৎসর। তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন।


সোমবার ১৫ই মার্চ সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হাসপাতালে মৃত্যু হয় তার। বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জের গোদনাইল স্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

চলতি বছরের জানুয়ারি থেকে জিয়াউর রহমান চিকিৎসাধীন ছিলেন। ল্যাব এইডে হাসপাতালে তার অবস্থার উন্নতি না হওয়ায় গত এক সপ্তাহ যাবৎ ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তার বাড়ি সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকায়। প্রয়াত শিক্ষক আবদুল ফাত্তাহ এর সন্তান মোহাম্মদ জিয়াউর রহমান পেশায় ছিলেন ব্যবসায়ী। তিনি ২ কন্যা সন্তানের জনক।

ছোট ভাই ক্রিকেটার শরীফের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে কান্নাজড়িত কন্ঠে ভাইকে বাঁচাতে লিভার ডোনার প্রয়োজন বলে জানান শরীফ৷