নিজস্ব প্রতিবেদক
চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকান্ডের ৮১ জন মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুন্না খানসহ গোটা পরিবার।
মুন্না খান বলেন , ভয়াল অগ্নিকান্ডের ঘটনায় আমরা দৈনিক সংবাদচর্চা পরিবারের পক্ষ থেকে গভীর ভাবে শোকাহত। অগ্নিকান্ডে মৃত্যু বরণকারী সকলের আত্নার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বাংলাদেশে এ ধরণের ঘটনা যেন আর না ঘটনে সেই ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আহতদের উন্নত চিকিৎসার দাবি জানান।