আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোপা কাপে ব্রাজিলের দলে ঘোষণা

ব্রাজিলের তরুণ তারকা ভিনিসিয়াস জুনিয়ার ব্রাজিলের সর্বশেষ প্রীতি ম্যাচের দলে ডাক পেয়েছিলেন। কিন্তু চোটের কারণে ছিটকে যান। ব্রাজিলের কোপার দলেও জায়গা হয়নি তার। তিতের দলে ডাক পাননি হ্যাটট্রিক করে টটেনহ্যামকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলা লুকাস মৌরা। এছাড়া লিভারপুলের ডিফেন্সিভ মিডফিল্ডার ফ্যাবিনহো নেই দলে। বাদ পড়েছেন রিয়াল তারকা মার্সেলোও।

তবে রক্ষণভাবে ফাগনার আছেন। ফিরেছেন দানি আলভেস। জুভেন্টাসের অ্যালেক্স সান্দ্রো এবং অ্যাথলেটিকোর ফিলিপে লুইস দলে জায়গা পেয়েছেন। আক্রমণভাবে নেইমারের ফেরা নিশ্চিত ছিল। সঙ্গে ডেভিড নারেস, রির্কালিসন এবং গ্যাব্রিয়েল জেসুসও আছেন।

মিডফিল্ডে কুতিনহোর সঙ্গে ফার্নাদিনহো আছেন। লুকাস পাকেতা, অ্যালেনকেও রাখা হয়েছে। আছেন রিয়ালে যাওয়ার পথে থাকা এডের মিলেতো। পিএসজির থিয়াগো সিলভা এবং মার্কুইনোসরাও আছেন দলে। গোলবারের নিজে অ্যালিসন এবং এদেরসনের সঙ্গে তিতে রেখেছেন করিস্থিয়ান্সের ক্যাসিওকে। আগামী ১৪ জুন ব্রাজিলে বসবে এবারের কোপা আমেরিকার আসর।

ব্রাজিলের কোপা আমেরিকার দল: গোলরক্ষক- অ্যালিসন (লিভারপুল), এদেরসন (ম্যানসিটি), ক্যাসিও (করিস্থিয়ান)।

ডিফেন্ডার- দানি আলভেস (পিএসজি), ফাগনার (করিস্থিয়ান), ফিলিপে লুইস (অ্যাথলেটিকো মাদ্রিদ), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), মিরান্দা (ইন্টার মিলান), থিয়াগো সিলভা (পিএসজি), মার্কুইনোস (পিএসজি), এডের মিলেতো (পোর্ত/রিয়াল)।

মিডফিল্ডার- কাসেমিরো (রিয়াল), ফার্নাদিনহো (ম্যানসিটি), আর্থার মেলো (বার্সেলোনা), অ্যালেন (নাপোলি), লুকাস পাকেতা (এসি মিলান), ফিলিপে কুতিনহো (বার্সেলোনা)।

ফরোয়ার্ড- নেইমার (পিএসজি), রির্কালিসন (এভারটন), ডেভিড নারেস (আয়াক্স), এভারটন (গ্রেমিও), রর্বাতো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানসিটি)।

সর্বশেষ সংবাদ