আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গাছের ডাল কেটে ফেলার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামে এই ঘটনা ঘটে। আহত কামাল হোসেন (৪৫) ও তার স্ত্রী আছিয়া বেগগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কামাল হোসেন জানায়, মঙ্গলবার দুপুরে বাড়ির একটি ফলে ডাল নিচে পড়ে থাকায় পরিবারের লোকজনের চলাচলে সমস্যা হচ্ছিল। তাই তার স্ত্রী আছিয়া বেগম গাছের ডালটি কেটে ফেলে। এতে পাশের বাড়ির হযরত আলী ও তার লোকজন লাঠি দিয়ে তাকে ও তার স্ত্রী আছিয়াকে বেধরক পিটুনী দিয়ে আহত করে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে আসে।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।