আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে স্বতন্ত্র প্রার্থী হচ্ছে এমপি বাবুর ভাগিনা ইকবাল

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন উপজেলার নির্বাচনে অংশ নিতে আড়াইহাজারে স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর ভাগিনা ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইকবাল হোসেন মোল্লা নিজেকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা দিয়েছেন।

তিনি নিজেকে তৃণমুলে জনপ্রিয় ব্যাক্তি দাবী করে  এক স্বাক্ষাতকারে তিনি এই ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, যিনি বিজয়ী হয়ে আসতে পারবেন, তাকে দল টেনে নেবেন। তার বক্তব্যে শোনা যায়, দল থেকে আমাকে মনোনয়ন না দিলে স্বতন্ত্র হয়ে নির্বাচন করব। আমি বলব স্বতন্ত্র প্রার্থী কোন বিদ্রোহী প্রার্থী নয়। আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে এই আসনটি উপহার দিতে চাই। এই নির্বাচনে বিএনপি আসলে আমি প্রার্থী হতাম না। এবার নিজেদের মধ্যেই এই নির্বাচনটি হচ্ছে। আমরা এক ব্যাক্তিকে বারবার নির্বাচন করতে চাই না। আমরা এবার পরিবর্তন চাই। তাই নিজের দলের প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য আমি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি। আজ যারা হাইব্রিড প্রার্থী হয়েছেন।

তাদের উদ্দেশ্যে বলতে চাই আসুন দলের জন্য কাজ করি। পরে আওয়ামী লীগ থেকে নির্বাচন করেন। যারা মানুষের সালাম নিবেও না, দিবেও না। তাদের আর নির্বাচিত করতে চাই না। আড়াইহাজারের মানুষ আর একগেয়োমি চায় না। আমাদের একটিই দাবী এবার পরিবর্তন চাই। তিনি বলেন, কেন্দ্রে প্রার্থীদের নাম পাঠানোর ব্যাপারটা কোন ব্যাপারই না। তৃণমুলের মতামতের ভিতিত্তে মনোনয়ন আসলে আমিই মনোনয়ন পাব।

জনগণের ভোট অহরণ করে বিনাভোটে অজনপ্রিয় কোন ব্যাক্তিকে আড়াইহাজারের মানুষ আর জনপ্রতিনিধি করতে চাই না। নির্বাচনে তৃণমুলে জনপ্রিয়তার প্রমাণ করতে চাই। আমাকে দল থেকে না দিলেও স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নেবে। স্বাক্ষাতকারে তিনি আরো বলেন, আড়াইহাজারে আনাচেকানাচে যদি ২ লাখ পঞ্চাশ হাজার ভোট থাকে। তাহলে আমি ২ লাখ পয়তাল্লিশ হাজার ভোট পাব। আপনারা জানেন ছাত্রলীগ এদেশের রাজনীতিতে ভুমিকা ছিল। আমি ঢাকার তিতুমীর কলেজে ছাত্রলীগের কলেখ শাখায় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি।
প্রসঙ্গত. সদ্য অনুষ্ঠিত আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ইকবাল হোসেন মোল্লা প্রার্থী হয়ে আলোচনায় আসেন। তিনি ফের উপজেলা নির্বাচনে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবৃন্দুতে পরিণত হয়েছেন।
আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ মোল্লা বলেন, থানা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শাহজালাল মিয়া, সাধারণ সম্পাদক আবদুর রশীদ ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মিঞা মুহাম্মদ আলাউদ্দিন কন্দ্রে ও সাবেক ভাইস চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার দলীয় মনোনয়ন পেতে লবিং করছেন।