আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মুক্তিযোদ্ধা আকবর আলীর ইন্তেকাল

আড়াইহাজার প্রতিনিধি:

আড়াইহাজার উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা আড়াইহাজার পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আকবর আলী (৬৯) শ্বাসকষ্ঠ জনিত রোগে আক্রান্ত হয়ে সোমবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহে..রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তাকে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেনের উপস্থিতিতে নিজ বাড়ীতে জানাযা শেষে পূর্ণ রাষ্ট্রী মর্যাদায় সামাজিক গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।