আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ডাবল মাডার মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে  সাহেলা ও পারভেজ পৃথক দুটি হত্যা মামলার দুই আসামি মোবারক হোসেন (৩৫) ও সুমন (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দু’জনকে রোববার নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। মোবারক নরসিংদী জেলার মাধবদী থানাধীন খাদিমারচর এলাকার আব্দুল খালেকের ছেলে। শনিবার রাতে তাকে গাজীপুর জেলার টঙ্গী থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা থেকে নিহতের পরিবারের লোকজন আটক করে টঙ্গী থানায় সোর্পদ করেন। পরে স্থানীয় গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। এদিকে একই রাতে মটর মেক্যানিক পারভেজ হত্যা মামলার আসামি সুমন (২২) কে ফরিদপুর জেলার বোয়ালমারি থানাধীন এলাকায় একটি মসজিদ থেকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি তাবলিগ জামায়াতে ছিলেন। তিনি নরসিংদী জেলার সদর থানাধীন বাদুয়ারচর এলাকার সেন্টু মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, গত ২০ দিন আগে (৯ অক্টোবর রাতে)  শোবার ঘরে মোবারক তার স্ত্রীকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনার পরই তিনি পালিয়ে যান। বিয়ের পর থেকেই পরিবার নিয়ে স্থানীয় কলাগাছিয়া উত্তরপাড়া তার শ্বশুর বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। ঘটনার পর নিহতের বাবা হাসেন আলী বাদী হয়ে একটি হত্যা করেন।

ওসি আরও জানান, ৭ অক্টোবর রাতে মটর মেক্যানিক পারভেজ ওরফে মজিবুরকে গলা কেটে হত্যা করা হয়। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন বাগবইরাটি এলাকার মৃত তারা মিয়ার ছেলে। পরে নিহতের চাচা ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এ দুটি ঘটনায় আমরা প্রধান আসামীদের গ্রেফতার করেছি। আসামীদের চালান করে দিয়েছি।

সর্বশেষ সংবাদ