আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আ.লীগের একাধিক বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন দাখিল

সংবাদচর্চা রিপোর্ট

আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা আজ  সোমবার মনোনয়ন পত্র দাখিল করেছেন। এখানে চেয়ারম্যান পদে একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে।

চেয়ারম্যান পদে জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট নারায়ণগঞ্জে মনোনয়ন দাখিল করেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মুজাহিদুর রহমান হেলো সরকার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ নেতা শিল্পপতি আজাদ খান সোহাগ।

অপরদিকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আড়াইহাজারে সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন দাখিল করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, প্রকৌশলী গোলাম মোহাম্মদ, উপজেলা যুবলীগের সিনিয়র সভাপতি ইকবাল হোসেন মোল্লা ও আওয়ামীলীগ নেতা আবুল হাশেম।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন আওয়ামীলীগের প্রার্থী রফিকুল ইসলাম রফিক। নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী ঝর্ণা রহমান মনোনয়ন দাখিল করেন। এই দুই জন বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ী হওয়ার পথে।

উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে নারায়ণগঞ্জ জেলার তিনটি উপজেলার নির্বাচন অনুুষ্ঠিত হতে যাচ্ছে আগাামী ৩১ মার্চ। এ জেলার আড়াইহাজার, সোনারগাঁও ও রূপগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ করা হবে নির্বাচনের চতুর্থ ধাপে।

৪ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৬ মার্চ বাছাইয়ের পর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ। বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ ১৪ মার্চ এবং ওইদিন থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।