আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে অপহরণ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজারে অপহরণ মামলার আসামি রাতুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ । শুক্রবার (৮ মার্চ) বিকালে উপজেলার আদর্শ বাজার কালিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিউদৌলা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে স্থানীয় আদর্শ বাজার কালিবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সে স্থানীয় বড়বিনাইর চর এলাকার সুরুজ মিয়ার ছেলে। একই মামলায় এর আগে আলমগীর নামে অপর এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, এ মামলার অপর আসামি বড়বিনাইর চর এলাকার আফজালের ছেলে সজিব, আনোয়ারের ছেলে আরমান, কাঁঠালিয়াপাড়া এলাকার মোতালিব ছেলে মাজহারুল এখনো পলাতক রয়েছে। তবে পুলিশ তাদের খুজছে।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, দুই অপহরণকারীকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। আশা করছি দ্রততম সময়ের মধ্যেই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

প্রসঙ্গত, ১০ জানুয়ারি প্রভাকরদী এলাকার থেকে চোখ ও মুখ বেঁধে একটি মাইক্রেবাসে করে গার্মেন্ট কর্মী শাহআলম ও তার শ্যালক আরিফকে নামে এক অপহরণ করা হয়। শাহ আলম কুমিল্লা জেলার সদরদক্ষিন থানাধীন লোলবাড়িয়া এলাকার হাফেজ আহম্মেদের ছেলে।

সাতদিন আটক তাদের ওপর মধ্যযুগীয় কায়দায় বর্বরতা চালানো হয় অপহৃতদের। অপহৃতদের পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তপণের দাবী করা হয়। পরে আরিফ কৌশলে মুক্ত হয়ে পুলিশের হেল্প লাইন ‘৯৯৯’ কল করেন। পরে আড়াইহাজার থানার পুলিশকে বিষয়টি অবহিত করা হলে মোবাইল কলের সূত্র ধরে অভিযান চালিয়ে স্থানীয় ব্রাহ্মন্দী এলাকার আলমগীরের বাড়িতে একটি কক্ষ থেকে অপহৃত শাহআলমকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে।