আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বাছাইয়ের অপেক্ষয় ৩৭ প্রার্থী

আল-আমিন মিন্টু
আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও উপজেলায় ভোটের লড়াইয়ে অংশ নেয়ার জন্য মনোনয়ন পত্র দাখিলকৃত ৩৭জন জেলা রিটার্নিং কার্যালয়ে উপস্থিত হচ্ছেন আজ। এর আগে গত ৪ মার্চ সোমবার ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়। সে কাজ শেষ করেছেন তিন উপজেলায় চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যানরা। এক দিন পরেই এরা উপস্থিত হতে যাচ্ছেন জেলা নির্বাচন কমিশন ও রিটার্নিং কার্যালয়ে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স্বাক্ষরিত স্বারক লিপি থেকে জানা গেছে রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও উপজেলার চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য দাখিলকৃতদের ঋণখেলাপীর সংক্রান্ত তথ্য প্রদানের ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। তবে এক দিনের মধ্যে এমন জটিল বিষয়টির সম্পর্কে কতটুকু তথ্যবহ তথ্য প্রদান করতে পারবেন উপজেলা রিটার্নিং অফিসারগণ এ বিষয়ে উঠছে নানান প্রশ্ন।

স্থানীয় কয়েকজন বলছেন, এবারের নির্বাচনে যারা মনোনয়ন দাখিল করেছেন তাদের মধ্যে অনেকেই ঋণখেলাপী থাকতে পারেন। সরকার দলের লোকজন বিশেষ ক্ষমতায় তাদের ঋণের বিষয়টি গোপন রাখতে পারেন বলেও ইঙ্গিত দেন। তাঁরা বলেন, ব্যাংক ঋণ নাই দেখাতে পারেন। এছাড়াও বিভিন্ন এনজিও, ব্র্যাক, সমিতি, বিভিন্ন লোকজন থেকে চুক্তি ভিত্তিক ঋণ, চেক দিয়ে অগ্রিম ঋণ এমন বিষয় থাকতে পারে অনেকের! এসব বিষয় প্রশান ও নির্বাচন কমিশন সঠিকভাবে তদন্ত করবেন কি না এমন প্রশ্ন সাধারন ভোটারসহ সচেতন মহলের।

উপরোক্ত বিয়য়ে দৈনিক সংবাদচর্চার সাথে কথা হয় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনার আতাউর রহমানের সাথে। তিনি বলেন, ঋণখেলাপী প্রার্থীদের ক্ষেত্রে আমলে নেয়া হয় বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত কোন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহন ও খেলাপীঋণ থেকে। অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। তবে ক্ষুদ্রঋণ, কৃষিঋণ এর আওতায় আসবে না। তবে যদি কোন প্রতিষ্ঠান কোন প্রার্থীর ঋণের বিষয়ে অভিযোগ তুলেন তা আমলে নেয়া হবে। রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার জন্য আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীক পেয়ে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন সরকার দলীয় সাবেক ছাত্রলীগ নেতা তাবিবুল কাদির তমাল, উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতা মোকলেছুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপ) দলের এস আলম উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, নাসরিন আকতার চম্পা, হ্যাপি বেগম, সায়লা তাহসিন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চার জনের মনোনয়ন জমা দিয়েছেন।

এরা হলেন, মোতাহার হোসেন নাদিম, মোহাম্মদ স্বপন ভূইয়া, সোহেল আহম্মদ ভূইয়া, ইউসুফ চৌধুরী, আঃ আলিম সরকার, হাবিবুর রহমান হারেজ। সোনারগাঁও উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা পেয়ে জমা দিয়েছেন সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন, মাহাফুজুর রহমান কামাল, রহমত উল্লা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন, এম জাহাঙ্গীর হোসেন ভূইয়া, বাবুল হোসেন, আবু নাঈম. মনির হোসেন, শাহ জালাল মিয়া, শেখ ফরিদ, শাহ আলম মিয়া, নেকবর হোসেন নাহিদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন, মাহামুদা আকতার, ফরিদা পারভীন, নাসিমা আকতার, হেলেনা আকতার।

আড়াইহাজার উপজেলা পরিষদে নৌকা প্রতীক পেয়ে মনোনয়ন জমা দিয়েছেন মুজাহিদুল রহমান হেলো সরকার। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আরও পাঁচ জন। তারা হলেন, আজাদ খাঁন, ইকবাল জেহাসেন মোল্লা, গোলাম মোহাম্মদ, শাহাজালাল মিয়া, আবুল হাসেম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন ঝর্ণা রহমান। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন রফিকুল ইসলাম।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন আতাউর রহমানের সাথে দৈনিক সংবাদচর্চার অফিসিয়াল নাম্বার থেকে ফোন দিয়ে রূপগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার উপজেলা নির্বাচনে কতজন মনোনয়ন জমা দিয়েছেন জানতে চাইলে তিনি এ তথ্য নিশ্চিত করেন।