আজ রবিবার, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

আইভীকে গ্রেফতারে বাঁধা দেওয়ার ঘটনায় পুলিশের মামলা : ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি  ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে বাঁধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলায় তিনজন গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার শহীদনগর এলাকার কাশেমের ছেলে হানিফ (৪০), হানিফের ছেলে হাসিবুর রহমান জিসান (২৮) ও আব্দুল হাইয়ের ছেলে শওকত মিখুন (৪৩)।

গত সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. রিপন মৃধা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।  মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

মামলায় ৫২ জনের নামসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। গত ৯ মে সাবেক মেয়র আইভীকে সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার করে পুলিশ। তাকে দেওভোগ এলাকার চুনকা কুটিরে গ্রেফতার করতে গেলে পুলিশকে বাঁধার সম্মুখে পড়তে হয়।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ পুলিশের উর্ধতন কয়েকজন সদস্য আইভীর বাড়িতে রাত ১২ টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পথেও শহরের উকিলপাড়া মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের একাধিক সদস্য আহত হন।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সোমবার রাতে এই মামলা দায়ের হয়েছে।